Google Pixel 10 Pro দাম, ক্যামেরা, ফিচার, লঞ্চ ডেট সব কিছু

স্মার্টফোন জগতে গুগল অনেকটা পিছিয়ে থাকলেও বর্তমান সময়ে গুগলের একের পর এক ফ্লাকশিপ ফোনগুলো গুগলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। যদিও এনড্রয়েড ব্যবহারকারী  অন্যান্য ব্র্যান্ড গুলো গুগল এর থেকে অনেক কম দামে অনকে ভালো মানের ফোন বাজারে নিয়ে আসছে কিন্তু  তার পরেও গুগলের পিক্সেল সিরিজের ফোন গুলো একের পর এক হাইপ তৈরি করেই চলেছে।

Google Pixel 10 Pro price in bangladesh
Google Pixel 10 Pro

গুগল পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলি প্রতিবার নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আসে। Google Pixel 10 Pro পিক্সেল সিরিজের শেষ ফ্ল্যাগশিপ মডেল । গুগল পিক্সেল ১০ প্রো এর সপ্টায়ার গত পরিবর্তন এবং বাইরের মডেল ও সকল ব্যাবহার যোগ্য নতুন ফিচার এর  আগের সব ফ্ল্যাগশিপ ফোন থেকে আলাদা করেছে।  এই পোষ্টে আমরা, Google Pixel 10 Pro এর খুটি নাটি বিষয় গুলো থেকে শুরু করে এর দাম, ডিসপ্লেতে যুক্ত হওয়া নতুন প্রযুক্তি, এর ক্যামেরা, ব্যাটারী সহ সকল বিষয়ে একেবারে বিস্তারিত তুলে ধরবো।

Google Pixel 10 Pro এর ক্যামেরার সংক্ষিপ্ত বিবরণঃ

পিক্সেল সিরিজের প্রধান বৃহত্তম আকর্ষন হলো এর ক্যামেরার পারফরম্যান্স। 
এবারের Pixel 10 Pro এ  ট্রিপল ক্যামেরা সেট থাকতে পারে। যেটা এর সবচেয়ে বড় আপডেট।

প্রধান ক্যামেরায় যা থাকছেঃ
  • প্রাথমিক বা প্রধান ক্যামেরায় থাকছে  50 মেগাপিক্সেল (f: 1.7 অ্যাপারচার) এর শক্তিশালি ক্যামেরা।
  • 48 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড (f/2.2) ক্যামেরা।
  • 64 মেগাপিক্সেল এর  টেলিফটো লেন্স ক্যামেরা, যার মধ্যে রয়েছে (5x অপটিক্যাল জুম)।

ফ্রন্ট বা সেলফি ক্যামেরায় যা থাকছেঃ
  • অটোফোকাস সহ 12 মেগাপিক্সেল এর (f/2.0) দুরদান্ত পারফমেন্সের সেলফি ক্যামেরা।

এ ছাড়াও Tensor G4  গুগল এর নিজস্ব  চিপসেটটি Pixel 10 Pro -তে ব্যবহৃত হয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা Ai বেইস প্রসেসিং এর মাধ্যমে উন্নত ফটো আউটপুট দিবে।

Google Pixel 10 Pro ডিজাইন ও ডিসপ্লের সংক্ষিপ্ত বিবরণঃ

এবারের Google Pixel 10 Pro-এ থাকছে LTPO OLED যুক্ত একটি 6.7 -ইঞ্চ ডিসপ্লে, যা 120Hz (হার্জের) রিফ্রেশ রেট সহ QHD+ রেজোলিউশনের দুরদান্ত কম্বিনেশন। যার ফলে Low লাইট ও বাইরেও এর ব্রাইটনেস থাকবে চমৎকার। 

এর ব্রাইটনেস উজ্জ্বল থাকার কারণে এটি দিবে খুবই চমৎকার শার্প ইমেজ।
এছাড়াও HDR10+, Always-On ডিসপ্লে, Corning Gorilla Glass Victus 3 এর প্রটেকশন তো থাকছেই ।

Google Pixel 10 Pro স্টোরেজ ও পারফরম্যান্স এর সংক্ষিপ্ত বিবরণঃ

  • প্রসেসর হিসাবে থাকছে গুগলের নিজস্ব প্রসেসর Google Tensor D4 (4nm প্রসেস), যা এটিকে আরও শক্তিশালি করে তুলেছে।
  • র‍্যাম (RAM) হিসাবে থাকছে  LPDDR5X এর হাই পারফমিং র‍্যাম। এটি 12GB / 16GB দুইটি ভ্যারিএন্টে পাওয়া যাবে।
  • স্টোরেজ (Mamory) হিসাবে থাকছে UFS 4.0 । যা 256GB / 512GB দুইটি ভ্যারিএন্টে পাওয়া যাবে।
  • অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকছে সর্বোচ্চ আপডেট কৃত ভার্সন  Android 15 (স্টক অ্যান্ড্রয়েড)।

Google Pixel 10 Pro ব্যাটারি ও চার্জিং এর সংক্ষিপ্ত বিবরণঃ

  • ব্যাটারি হিসাবে থাকছে 5000mAh এর খুবই পাওয়ারফুল ব্যাটারি।
  • চার্জিং হিসাবে থাকছে 45W এর ফাস্ট চার্জিং এডাপ্টার ও 30W এর ওয়্যারলেস চার্জিং।

Google Pixel 10 Pro এর গুরুত্বপূর্ণ অন্যান্য ফিচার গুলোর সংক্ষিপ্ত বিবরণঃ

  • এটি সিম নেটওয়ার্কের জন্য সর্বোচ্চ 5G সাপোর্ট করে।
  • ওয়াই ফাই (WiFi) নেটওয়ার্কের জন্য সর্বোচ্চ WiFi 7 সাপোর্ট করে।
  • এটিতে IP68 ওয়াটার ও ডাষ্ট রেজিটেন্স রয়েছে, যা এটিকে পানি ও ধুলাবালি থেকে রক্ষা করবে।
  • এটিতে যুক্ত করা হয়েছে সুপার ফাস্ট ওন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। 

Google Pixel 10 Pro Price in Bangladesh এর দামের সংক্ষিপ্ত বিবরণঃ

এটাই স্বাভাবিক যে Google Pixel 10 Pro এর দাম আগের মডেল গুলোর থেকে কিছুটা বেশি হবে। নিচে আনুমানিক দাম দেওয়া হলঃ
  • গুগল তার এবারের Google Pixel 10 Pro 256GB ভার্শন টিতে  $1,099 ডলার দাম স্থির করেছে, যা বাংলাদেশী টাকায় (১,২০,০০০ টাকা)।
  • গুগল তার এবারের Google Pixel 10 Pro 512GB ভার্শন টিতে  $1,199 ডলার দাম স্থির করেছে, যা বাংলাদেশী টাকায় (১,৩০,০০০ টাকা)।

Google Pixel 10 Pro  লঞ্চের তারিখ এর সংক্ষিপ্ত বিবরণঃ

বিগত Google Pixel ফোন গুলোর লঞ্চের তারিখ অ্যানালাইজ করলে দেখা যায় Google সাধারণত প্রতিবছর অক্টোবর মাসের দিকে নতুন Pixel ডিভাইস লঞ্চ করে। আশাকরি এই বছরও তার ব্যতিক্রম হবে না।
  • Pixel 10 Pro লঞ্চের ঘোষনা হতে পারে অক্টোবর ২০২৫।
  • প্রি অর্ডার করা যাবে একই মাসে (অক্টোবর ২০২৫)।
  • অফিশিয়াল রিলিজ নভেম্বর ২০২৫ এর দিকে হতে পারে।

এই বিষয়ে আরও কিছু প্রশ্ন-উত্তর (FAQ)

Google Pixel 10 Pro কি বাংলাদেশে পাওয়া যাবে?

হ্যাঁ, Google Pixel 10 Pro বাংলাদেশে পাওয়া যাবে তবে আনঅফিশিয়াল ভাবে।

Google Pixel 10 Pro এবং Pixel 9 Pro এর ক্যামেরার পার্থ্য কি?

Pixel 10 Pro এর ক্যামেরায় Ai থাকায় এর ইমেজ কোয়ালিটি ভালো হবে।

Pixel 10 Pro দিয়ে কি 8k ভিডিও করা যাবে?

হ্যাঁ, Pixel 10 Pro দিয়ে 8k (30fps) ভিডিও রেকর্ড করা যাবে।

উপসংহারঃ

উপরক্ত সকল তথ্য পর্যালোচনা করলে দেখা যায় Google Pixel 10 Pro ২০২৫ সালের সেরা ফ্লাকশিপ ফোন গুলোর যায়গা দখল করে রাখবে। এর হার্ডয়্যার ও সপ্টায়্যার ছাড়াও আভাবনীয় Ai সংযুক্ত ফিসার গুলো এটিকে করে তুলেছে আরোও আকর্ষনীও।

এই পোষ্টে ভাষাগত কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এরকম আরো প্রযুক্তি নির্ভর পোষ্ট পড়তে ভিজিট করুন Kurigram Online । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Next Post
No Comment
Add Comment
comment url